এক্সিম ব্যাংক উদ্যোগ
এক্সিম ব্যাংক উদ্যোগ শাখা এবং সিএমএসএমই সেবা কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্প ক্ষেত্রে স্থির এবং কার্যকরী মূলধন সরবরাহ করার সুবিধার্থে একটি বিনিয়োগ প্রকল্প।
বিনিয়োগের বৈশিষ্ট্য
● বিদ্যমান ব্যবসায়ের জন্য বিনিয়োগের সুযোগ-সুবিধা বাড়ানো।
● ইসলামী শরিয়তের আলোকে ক্ষুদ্র ও মাঝারি খামারের উদ্যোক্তাদের বিনিয়োগ নিশ্চিত করা।
● বিনিয়োগের সুবিধা খুব দ্রুত এবং সহজতম শর্তে সরবরাহ করা।
● ব্যবসায়ের প্রকৃতি এবং প্রয়োজনীয়তা অনুসারে একক বা একাধিক পর্যায়ের বিনিয়োগ বিতরণ।
● ব্যবসায়ের প্রত্যাশা অনুযায়ী একক বা একাধিক কিস্তির মাধ্যমে পরিশোধের সুবিধা।
● ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার সীমা নবায়নের সুযোগ।
● সন্তোষজনক ব্যবসায়িক লেনদেন এবং ব্যবসায়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে বর্ধিত বিনিয়োগের সুযোগ।
বিনিয়োগের শর্তাবলী
● বৈধ ট্রেড লাইসেন্স সহ একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
● নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
● ০২ (দুই) বছরের সফল ব্যবসা পরিচালনার রেকর্ড থাকতে হবে।
● ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সীমা ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা।
● স্থায়ী মূলধনের মেয়াদ ০১ (এক) থেকে ০৩ (তিন) বছর এবং কার্যকরী মূলধনের মেয়াদ ০১ (এক) বছর, যা সন্তোষজনক ব্যবসায়িক লেনদেনের পরে মেয়াদ শেষ হওয়ার পরে পুনর্নবীকরণযোগ্য।
মুনাফার হার
● স্থায়ী/কার্যকরী/মূলধন ভাড়া/মুনাফার জন্য হার সময় সময় ব্যাংক দ্বারা নির্ধারিত হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিনিয়োগের ইক্যুইটি অনুপাত
● ক্ষুদ্র উদ্যোক্তার জন্য: ৫০:৫০
● মাঝারি উদ্যোক্তাদের জন্য: ৬০:৪০
বিনিয়োগের পদ্ধতি
● স্থায়ী মূলধনের জন্য: ইজারা বিল বাই (আইবিবি)
● কার্যকরী মূলধনের জন্য: বাই-মুয়াজ্জাল (বিআইএএম)/বাই-মুরাবাহা
জামানত
● প্রাইমারী: ব্যবসায়ের স্থায়ী ও ভাসমান সম্পদের উপর হাইপোথেকেশন/বন্ধক।
● কোলাটেরাল:
– ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য: প্রকল্পটি যদি নিজের জমির উপর অবস্থিত থাকে তবে জমি বন্ধক (নেট মূল্যের বিবৃতি সহ) এবং ০২ (দুই) জন স্থানীয় ব্যক্তির (ব্যাংকের কাছে গ্রহণযোগ্য) ব্যক্তিগত গ্যারান্টি। প্রকল্পটি ভাড়া বা লিজ দেওয়া সম্পত্তির উপর ভিত্তি করে থাকলে বিনিয়োগের প্রস্তাবের প্রকৃতি/স্থিতির ভিত্তিতে জামানত চাওয়া হতে পারে।
– মাঝারি উদ্যোক্তাদের জন্য: বিনিয়োগটি কভার করার জন্য সন্তোষজনক জামানত দেওয়া উচিত।
বিনিয়োগ গ্রাহক নির্বাচনের জন্য মানদণ্ড
● স্থায়ী সম্পদের মান।
● উদ্যোক্তা বিশেষজ্ঞ।
● বার্ষিক লেনদেন ও আয়।
● বিদ্যমান বিনিয়োগের বিধি এবং নিয়ন্ত্রণের সম্মতি।
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনপ্রার্থী এবং জামিনদারের সর্বশেষ তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২. আবেদনপ্রার্থী এবং জামিনদারের জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
৩. ইউটিলিটি বিল এর কপি (গ্যাস/পানি/বিদ্যুৎ/পৌর কর)।
৪. আবেদনপ্রার্থী এবং জামিনদারের (যদি থাকে) বিজনেস কার্ড/অফিস আইডির কপি।
৫. সর্বশেষ কর সার্টিফিকেট।
৬. সর্বশেষ ১২ মাসের ব্যাংক বিবরণী।
৭. ব্যবসায়ীদের জন্য হাল নাগাদ ট্রেড লাইসেন্স।
৮. জমির সকল ডকুমেন্ট।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@eximbankbd.com