এক্সিম ব্যাংক মুদারাবা মাসিক আয় আমানত প্রকল্প
এক্সিম ব্যাংক মুদারাবা মাসিক আয় আমানত প্রকল্প মুদারাবা নীতি অনুযায়ী পরিচালিত হয়। এই লাভজনক আমানত স্কিমের মাধ্যমে অলস অর্থ সঞ্চয় করে মুনাফা লাভ করার জন্য অনুপ্রাণিত করে থাকে। এই হিসাবে সর্বনিম্ন এককালীন ২৫,০০০ টাকা বা এর বেশি যে কোন পরিমাণ টাকা ১ বছর মেয়াদে জমা দিয়ে সাময়িক হারে প্রতি মাসে মুনাফা গ্রহণ করা যায়, তবে ১ বছরের পূর্বে ভাঙ্গালে কোন মুনাফা দেয়া হয় না। প্রয়োজনে হিসাবটি লিয়েন রেখে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৮০% পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করা যায়।
হিসাব খোলার প্রয়োজনীয় কাগজপত্র
● একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
● আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
● জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
● নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
● নমিনীর আইডি কার্ডের কপি।
● ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
● টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
● একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারীর স্বাক্ষর।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@eximbankbd.com