ইন্টারনেট ব্যাংকিংইস্টার্ন ব্যাংক পিএলসিমোবাইল ব্যাংকিং

ইবিএল স্কাই ব্যাংকিং

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক একটি সেবা চালু করেছে। ‘ইবিএল স্কাই ব্যাংকিং’ নামের এ সেবার আওতায় তহবিল স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, অ্যাকাউন্ট বা হিসাব, ঋণ, কার্ড, ইবিএল জিপ ও বিভিন্ন গ্রাহক সুবিধাসম্পর্কিত তথ্যাদি জানা এবং পজিটিভ পে ইনস্ট্রাকশন, মিট অ্যান্ড গ্রিটসহ অন্যান্য সেবার জন্য অনুরোধ ও অ্যাপয়েন্টমেন্ট ঠিক করাসহ বিশেষায়িত সেবাগুলো পাওয়া যাবে।

গুগল প্লে স্টোর থেকে এ্যানড্রয়েড মোবাইল ও ট্যাবে এ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। এ্যাপটির আইওএস ভার্সনও পাওয়া যাচ্ছে। স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ এ্যাপটির মাধ্যমে ইবিএল এটিএম বুথ ও শাখার অবস্থান জানতে এবং ব্যাংকের প্রোডাক্ট ও সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।

তবে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল টপ-আপ, এ্যাকাউন্ট, ঋণ, কার্ড, ইবিএল জিপ ও অন্যান্য গ্রাহক সুবিধা সম্পর্কিত তথ্য, পজিটিভ পে ইন্সট্রাকশন, মিট এ্যান্ড গ্রিট ও অন্যান্য সেবার জন্য অনুরোধ, এ্যাপয়েনমেন্ট ঠিক করাসহ বিভিন্ন বিশেষায়িত সেবা পেতে হলে গ্রাহককে ইবিএলের যে কোন শাখায় নিবন্ধন করতে হবে।

ইবিএল স্কাই ব্যাংকিং এর বৈশিষ্ট্য
● বিকাশ অ্যাকাউন্টে ফান্ড স্থানান্তর;
● ইউটিলিটি বিল পেমেন্ট (বিটিসিএল, ডিপিডিসি);
● শাখা, EBL365, পার্টনার লোকেশন;
● কার্ড ব্যবহার করে স্ব-নিবন্ধন;
● কার্ড ব্যবহার করে সেলফ পাসওয়ার্ড রিসেট;
● প্রিপেইড কার্ড তথ্য;
● কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে বিল পে বা মোবাইল টপ আপ;
● ফিঙ্গারপ্রিন্ট লগইন;
● সহজ ফান্ড স্থানান্তর ইত্যাদি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@ebl.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button