গল্প ও কবিতাব্যাংকার
ব্যাংকারের প্রমোশন বার্তা
মধ্যরাতের আকাশ ফুড়ে বেরিয়ে এলো চাঁদ
জোছনা ঢেলে জানিয়ে দিলো খুশীর সংবাদ।
গিন্নী ওঠো, চেয়ে দেখো হেড অফিসের বার্তা
প্রমোশন তো পেয়ে গেছে তোমার আদু কর্তা।
ছেলে মেয়ে লাফিয়ে উঠে জড়িয়ে ধরে গলা
কি আনন্দ তাদের মনে যায়না মুখে বলা।
চোখ ভিজে যায় খুশীর জলে আবেগ রাখা দায়
মহান রবের কৃতজ্ঞতায় আকাশ পানে চায়।
ফোন আসে ফোন যায় সারা রাত্রি ধরে
অভিনন্দন, অভিনন্দন, বার্তা বারে বারে।
কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মের মূল্যায়ন
উজ্জিবিত জনশক্তি কর্মে টানে মন।
আবার হবে কর্ম চঞ্চল নবীন উদ্দীপনায়
নতুন ক্যাম্পেইন কড়া নাড়ে সবার দরোজায়।
ইনশাল্লাহ সবাই মিলে ক্যাম্পেইন সফল করবো
সেরাদের সেরা হয়ে শীর্ষ ধরে রাখবো।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ নজরুল ইসলাম