গল্প ও কবিতাব্যাংকার
প্রমোশন তুই অপরাধি রে
প্রমোশন ও প্রমোশন তুই অপরাধি রে
আমার স্বপ্নে দেখা ক্যারিয়ারটা থামিয়ে দিলি রে।
একটা সময় আমি তোকে বুকেতে পুষতাম
তোর জন্য তিনটি বছর অপেক্ষায় থাকতাম।
সকাল সন্ধ্যা কাজ করেছি নেইনি অবসর
বাসায় গিয়ে বই পড়েছি জেগে রাত ভর।
ডিপ্লোমা দিয়েছি আমি বছরে চার বার
পাশ করেও পাইনি তোরে এ কেমন বিচার।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তোর জন্য আমি কি অযোগ্য ছিলাম রে
আমার স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার দিলো কে?
আমার স্বপ্নে দেখা ক্যারিয়ারটা থামিয়ে দিলি রে
প্রমোশন ও প্রমোশন তুই অপরাধি রে।।
কার্টেসিঃ নজরুল ইসলাম