মোবাইল ব্যাংকিং

ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং “নগদ”

দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ, যা জনগণের দৈনন্দিন আর্থিক লেনদেনের চাহিদাগুলোকে করবে একেবারেই ঝামেলাহীন।

নগদ এর কার্যক্রম পরিচালনায় আছে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড (টিডিটিএল), ১৯৯৪ সালে স্বপ্নদর্শী উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস), যা বাংলাদেশ পোস্ট অফিসের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের অধীনে কাজ করে। প্রতিষ্ঠানটি টি-এশিয়া গ্রুপ, সিগমা গ্রুপ, ফ্লাই এশিয়া, হেলথনেট এশিয়াসহ বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।

যে কোনো মোবাইল ফোনে নগদ (Nagad) অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তরসহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ-এর সদর দফতর ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত।

অসাধারণ গ্রাহক সেবাই নগদ-কে করে তুলেছে অন্যদের চেয়ে আলাদা। উন্নত সেবাদানের মাধ্যমে দেশের আর্থিক বৈষম্য ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে নগদ।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

নগদ গঠন
এই আর্থিক সেবাটি বাংলাদেশ ডাক আইন সংশোধনী ২০১০ ধারা ৩(২)-এর অধীনে নিয়ন্ত্রিত, বিশেষত বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগ প্রণীত একটি স্বতন্ত্র আইন। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ১১ অক্টোবর ২০১৮ সালে এই ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়। ২০১৯ সালের ২৬ মার্চ, বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে এটি কার্যক্রম শুরু করে।

নগদের সেবাসমূহ
নগদ একটি আধুনিক এবং নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা ব্যবহারে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জসহ আপনার সকল দৈনিক লেনদেন হবে একেবারেই ঝামেলাহীন।

ক্যাশ ইন
ক্যাশ ইন সার্ভিস এর মাধ্যমে দেশের যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন।

১। ভিজিট করুন নগদ উদ্যোক্তা পয়েন্ট
আপনার নিকটস্থ নগদ উদ্যোক্তা পয়েন্ট ভিজিট করুন এবং কত টাকা ক্যাশ ইন করতে চান তা উদ্যোক্তাকে জানান।

২। তথ্য প্রদান করুন
উদ্যোক্তা রেজিস্টার খাতায় টাকার পরিমান ও আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার লিখুন।

৩। পে করুন
যে পরিমান অর্থ ক্যাশ ইন করতে চান তা উদ্যোক্তাকে পে করুন।

৪। ব্যালেন্স রিসিভ করুন
উদ্যোক্তা আপনার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। ক্যাশ ইন সম্পন্ন হলে আপনি এবং উদ্যোক্তা উভয়ই কনফার্মেশন এসএমএস পাবেন।

ক্যাশ আউট
ক্যাশ আউট সার্ভিসের মাধ্যমে দেশের যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট হতে টাকা উত্তোলন করতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্ট থেকে।

১। ভিজিট করুন নগদ উদ্যোক্তা পয়েন্ট
আপনার নিকটস্থ নগদ উদ্যোক্তা পয়েন্ট ভিজিট করুন এবং আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার ও কি পরিমাণ অর্থ তুলতে চান তা উদ্যোক্তা রেজিস্টার খাতায় লিখুন।

২। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
*১৬৭# ডায়াল করে “Cash-Out” এবং পরে “From Uddokta” অপশন সিলেক্ট করুন।

৩। তথ্য প্রদান করুন
উদ্যোক্তা আপনাকে যে নম্বরটি দিবেন সেটি এবং টাকার পরিমাণ প্রবেশ করুন।

৪। পিন প্রবেশ করুন
সবশেষে, লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যু পিন প্রদান করুন। ক্যাশ আউট সম্পন্ন হলে আপনি এবং উদ্যোক্তা উভয়েই একটি কনফার্মেশন মেসেজ পাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা পাবার পর গুণে নিন। সবার শেষে স্বাক্ষর করে উদ্যোক্তা কাউন্টার ত্যাগ করুন।

সেন্ড মানি
এই সার্ভিসের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
Dial *167# and choose “Send Money”.

২। তথ্য প্রদান করুন
যাকে টাকা পাঠাতে চান তার নম্বর ও টাকার পরিমাণ লিখুন।

৩। রেফারেন্স দিন
এক শব্দের একটি রেফারেন্স দিন। রেফারেন্স এর মাঝে কোনো স্পেস বা স্পেশাল চিহ্ন ব্যবহার করা যাবে না।

৪। পিন প্রবেশ করুন
লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যু পিন প্রদান করুন। সেন্ড মানি সম্পন্ন হলে আপনি এবং উদ্যোক্তা উভয়েই একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

মোবাইল রিচার্জ
এই সার্ভিসের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট থেকেই মোবাইল রিচার্জ করতে পারবেন।

১। নগদ-এর মোবাইল মেন্যু ওপেন করুন
*167# ডায়াল করে “Buy Airtime” অপশন সিলেক্ট করুন। এরপর যথাক্রমে আপনার “Operator” এবং “Connection type” নির্বাচন করুন।

২। নম্বর প্রবেশ করুন
আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বরটি প্রবেশ করুন।

৩। টাকার পরিমাণ লিখুন
রিচার্জের পরিমাণ লিখুন।

৪। পিন প্রবেশ করুন
লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যু পিন প্রদান করুন।

নগদ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। নগদ থেকে নিম্নলিখিত মোবাইল অপারেটরগুলোতে মোবাইল রিচার্জসহ পোস্ট-পেইড বিল প্রদান করতে পারবেন-
• গ্রামীণফোন
• রবি
• এয়ারটেল
• বাংলালিংক
• টেলিটক।

নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম
নিম্নে বর্ণিত ৩টি সহজ ধাপে খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আপনার মোবাইল, আসল জাতীয় পরিচয় পত্র (এনআইডি), জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবিসহ ভিজিট করুন নিকটস্থ নগদ উদ্যোক্তা পয়েন্ট।

ধাপ-১
আপনার মোবাইল, আসল জাতীয় পরিচয় পত্র (এনআইডি), জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবিসহ ভিজিট করুন নিকটস্থ নগদ উদ্যোক্তা পয়েন্ট।

ধাপ-২
নগদ উদ্যোক্তার নির্দেশনা অনুযায়ী পূরণ করুন KYC ফরম।

ধাপ-৩
উপভোগ করুন নগদ-এর সার্ভিস।

নগদ লেনদেন সীমা
নগদ গ্রাহকের লেনদেনের লিমিটসমূহ নিম্নে তুলে ধরা হলো-

ক্যাশ ইনঃ দৈনিক ২,৫০,০০০ টাকা
মাসিক ৩,০০,০০০ টাকা।

ক্যাশ আউটঃ দৈনিক ২,৫০,০০০ টাকা
মাসিক ৩,০০,০০০ টাকা।

সেন্ডমানি (P2P): দৈনিক ২,৫০,০০০ টাকা
মাসিক ৫,০০,০০০ টাকা। বি. দ্র. প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা লেনদেন করা যাবে।

নগদ অ্যাপ
এখন থেকে নগদ অ্যাপ দিয়ে রিচার্জ করতে পারবেন যেকোনো বাংলালিংক নাম্বারে। অ্যাপ ইন্সটল করতে ক্লিক করুন

বিস্তারিত জানতে
❏ ✆ কল সেন্টারঃ ১৬১৬৭ এ কল করুন।
❏ অথবা টেলিফোনঃ ০৯৬ ০৯৬ ১৬১৬৭ এ কল করুন।
❏ ইমেইলঃ info@nagad.com.bd
❏ ওয়েবসাইটঃ www.nagad.com.bd
❏ ঠিকানাঃ ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল ১৩ এবং ১৪), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা -১২১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button