ডাচ-বাংলা ব্যাংক POS (পয়েন্ট অব সেল)
POS বা বিক্রয় পয়েন্ট বিল এবং সার্ভিস প্রদানের একটি সুবিধাজনক এবং জনপ্রিয় উপায়। ডাচ-বাংলা ব্যাংকের নিজস্ব মালিকানাধীন ডাচ-বাংলা ব্যাংক নেক্সাস ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড/ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ড, Maestro এবং UnionPay গ্রাহকরা ক্যাশ ছাড়াই চলার স্বাধীনতা উপভোগ করে। এটি নগদ ক্যাশ নিয়ে ঝুঁকি এবং হুমকি থেকে বাঁচিয়ে রাখে। এই প্লাস্টিক কার্ড মানিব্যাগ হিসাবে কাজ করে। ডাচ-বাংলা ব্যাংকের এটিএম/পিওএস নেটওয়ার্কে সহায়তার জন্য গ্রাহককে ব্যাংকিংয়ের জন্য ব্যাংকে যেতে হবে না।
বাংলাদেশে পিওএস টার্মিনালগুলোতে ডাচ বাংলা ব্যাংক EMV চিপ যুক্ত মাস্টারকার্ড এবং ভিসা কার্ড প্রথম চালু করেছে। ব্যবসায়ীরা ডাচ-বাংলা ব্যাংক পিওএস টার্মিনালগুলোতে যেকোনো ধরনের কার্ড গ্রহণ করতে সম্পূর্ণ নিরাপদ। কার্ডটিতে যদি ইএমভি চিপ থাকে তবে জালিয়াতির কোনও সুযোগ নেই।
ডাচ-বাংলা ব্যাংকের পিওএস টার্মিনালগুলোতে নিম্নলিখিত কার্ড গ্রহণ করে থাকে-
- ডাচ বাংলা ব্যাংকের মালিকানাধীন নেক্সাস কার্ড
- যেকোন মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট, Maestro
- যেকোন ভিসা ডেবিট, ক্রেডিট, ইলেক্ট্রন কার্ড
- যেকোন UnionPay।
- বর্তমানে ডাচ-বাংলা ব্যাংকের সারাদেশে ৭১৮০টি POS টার্মিনাল রয়েছে। POS টার্মিনালের ঠিকানা পেতে ক্লিক করুন এখানে
- বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
অথবা ✆ কল সেন্টারঃ ১৬২১৬ নম্বরে কল করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
I need a pos machine