ডিবিবিএল কার লোন প্রত্যাশা
ডিবিবিএল কার লোন প্রত্যাশা তুলনামূলক কম আয়ের শর্তসমৃদ্ধ একটি আকর্ষণীয় প্যাকেজ। ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি কেনার উদ্দেশ্যে ডিবিবিএল এই লোন প্রদান করে থাকে।
মূল বৈশিষ্ট্য
• সর্বনিম্ন অর্থের পরিমাণ- ১,০০,০০০ টাকা
• সর্বোচ্চ অর্থের পরিমাণ- ৪০,০০,০০০ টাকা বা কারের মূল্যের ৫০% যেটি কম
• ন্যূনতম ঋণের মেয়াদ- ১ বছর
• সর্বোচ্চ ঋণের মেয়াদ- ৫ বছর
• সহনশীল মাসিক কিস্তি
• দ্রুত ও সহজ প্রক্রিয়া।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
• বয়স- বয়স ১৮-৭০ বছর
• ন্যূনতম আয়- প্রতিমাসে ২৫,০০০ টাকা।
আবেদনপ্রার্থীর যোগ্যতা
• বেতনভোগী কর্মচারী
• স্বনির্ভর ব্যক্তি
• সর্বনিম্ন মাসিক আয় ২৫,০০০ টাকা
• চাকুরীজীবী, ব্যবসায়ী, ল্যান্ড লর্ড এবং পেশাজীবী (ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি) ব্যক্তিগণ এই লোনটি নিতে পারবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য প্রয়োজনীয় বিষয়
• গাড়ী নিবন্ধন- আবেদনপ্রার্থী এবং ডিবিবিএল এর নামে যৌথভাবে গাড়ি নিবন্ধিত হবে
• গাড়ীর বীমা- বাধ্যতামূলক (প্রথম শ্রেণীর)
• জামিনদার- ২ জন।
ফি ও চার্জ
• প্রক্রিয়াকরণ ফি- ১%
• দ্রুত নিষ্পত্তি- ২% বা ১,০০০ টাকা যেটি বেশি
• বিলম্বে পরিশোধ ফি- প্রযোজ্য নয়
• অনুমোদন চিঠি ফি- প্রযোজ্য নয়
• অন্যান্য চার্জ- অতিরিক্ত কোন চার্জ নেই।
প্রয়োজনীয় কাগজপত্র
• আবেদনপ্রার্থীর ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাভিং লাইসেন্সের ফটোকপি।
• আবেদনপ্রার্থীর ২ কপি রঙিন ছবি
• বেতনের সার্টিফিকেটের ফটোকপি
• বিভিন্ন ইউটিলিটি বিল এর ফটোকপি।
আমার বাবা ঢাকা মেডিকেল এ সরকারি চাকরিজীবী তার বেতন তেইশ হাজার ছয়শ টাকা রূপালি ব্যাংক এর মাধ্যমে আসে৷ আমি নিজেও স্বাস্থ্য অধিদপ্তর এর আন্ডারে কাজ করি কিন্তু সরকারি না৷ আমার বেতন ১৯৫০০ টাকা ব্যাংক এর মাধ্যমে পাই৷ আমি কি কার লোন নিতে পারবো? দয়া করে একটু জানাবেন।
ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে দেখতে পারেন৷