সুকুকের অভাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যাহত হচ্ছে
বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটলেও ‘সুকুক’ (ইসলামী বন্ড)-এর মতো শরিয়াসম্মত হাতিয়ারের অভাবে এ খাতের প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে মনে করছে মালয়শিয়াভিত্তিক ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফসিবি)।
সুকুক হচ্ছে ইসলামী আইনের আলোকে গঠিত প্রচলিত ঋণপত্রের বিকল্প। সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত চার বছরে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম বেড়ে দ্বিগুণ হলেও টেকসই সুকুক ব্যবস্থা গড়ে ওঠেনি। বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ক্ষুদ্রভাবে সাময়িক সুকুক প্রোগ্রাম থাকলেও তা মাত্র ছয় মাস মেয়াদি। এ প্রোগ্রাম ইসলামী ব্যাংকগুলোকে তারল্য ব্যবস্থাপনার জন্য ইস্যু করা হয়। কিন্তু এটি দীর্ঘমেয়াদে নেই এবং কোনো করপোরেট সুকুক ব্যবস্থাও তৈরি হয়নি।
এটি ইসলামী ব্যাংকগুলোর অর্থ জোগানোর ব্যবস্থায় সীমিত সুযোগ করে দিচ্ছে। কিন্তু আইএফসিবির মতে, সুকুকের ক্ষেত্রে অধিকতর সুনির্দিষ্ট নিয়ম প্রয়োজন। এটি বৃহৎ আকারে আইনি কাঠামোতে এলে ইসলামী ব্যাংকগুলোর অর্থায়নে আইনগত সুবিধা তৈরি হয়।