১০টি গুণাবলি যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত
বর্তমান যুগ ডিজিটাল যুগ। নিম্নে বর্ণিত ১০টি গুণাবলি মানুষের অন্যতম একটি অর্জন। যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। সে জন্যে ২০২০ সালের মধ্যে কর্মস্থলে সকলের টিকে থাকার জন্য ১০টি গুণাবলি অর্জন বাধ্যতামূলকভাবে জরুরী। যা নিম্নে তুলে ধরা হলো-
১) Complex problem solving (দুরূহ সমস্যা সমাধানের ক্ষমতা)
২) Critical thinking (সংকটকালীন সমাধানের চিন্তাধারা)
৩) Creativity (সৃজনশীলতা)
৪) People management (মানব ব্যবস্থাপনা)
৫) Co-ordination with others (অন্যদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা)
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
৬) Emotional Intelligence (মানসিক বুদ্ধিমত্তা)
৭) Judgement & Decision making (বিচার-বিবেচনা এবং সিদ্ধান্তগ্রহনের ক্ষমতা)
৮) Service Orientation (সেবা প্রদানের মাসিকতা)
৯) Negotiation (সন্ধিস্থাপনের সক্ষমতা) ও
১০) Cognitive Flexibility (জ্ঞানীয় নমনীয়তার)।
কৃতজ্ঞতায়: (ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |