১০ টাকার হিসাবধারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকা অর্থায়ন
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ ১০ টাকার হিসাবধারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ২০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলঃ
• ১০ টাকার হিসাবধারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকান্ডকে অধিকতর গতিশীল করা ও সহজতর শর্তে ঋণ প্রদান করার লক্ষ্যে এ তহবিলটি চালু করা হয়।
• এ তহবিলের মূল্য উদ্দেশ্য আর্থিক সেবাবঞ্চিত তৃণমূল জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় নিয়ে আসা।
• পাড়া/মহল্লা/গ্রাম ভিত্তিক ক্ষুদ্র/অতি ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ভূমিহীন কৃষক এ তহবিল থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন।
• এ তহবিল থেকে ঋণ নিতে আবেদনকারীর আবশ্যিকভাবে ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে।
• একক গ্রাহক সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পযন্ত সর্বোচ্চ ১ (এক) বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন।
• গ্রুপ ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ জন থেকে সর্বোচ্চ ১০ জন এর সমন্বয়ে গঠিত প্রকল্পে ঋণ গ্রহণ করতে পারবেন।
• গ্রুপ ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে মাথাপিছু সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা করে সর্বোচ্চ ৫ (পাঁচ) লক্ষ টাকা ঋণ সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে।
• গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদ হার হবে ৯.৫%।
• কোন প্রকার নিরাপত্তা জামানত ছাড়াই শুধুমাত্র ব্যাংকের নিকট গ্রহণযোগ্য একজন ব্যক্তির ব্যক্তিগত নিশ্চয়তার ভিত্তিতে উক্ত তহবিল থেকে ঋণ গ্রহণ করা যাবে।
• এ তহবিলের আওতায় নির্ধারিত ৪০ (চল্লিশ) টি ব্যাংক (সরকারি ও বেসরকারি ব্যাংক যাদের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি রয়েছে) ছাড়াও যে সকল এমএফআই এর সকল ব্যাংকের সাথে চুক্তি রয়েছে তাদের থেকেও ঋণ গ্রহণ করা যাবে।
সূত্রঃ বাংলাদেশ ব্যাংক