বাংলাদেশ ব্যাংক
ফরিদপুরে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকারদের সম্মেলন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ফরিদপুরে ‘ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
গত ২১ সেপ্টেম্বর ফরিদপুর শহরের ধমরাকান্দিতে ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক শেখ মো: সেলিম প্রধান অতিথি ছিলেন। ব্র্যাক ব্যাংকের ইমার্জিং বিজনেসের প্রধান ইন্দ্রজিত সুর ও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।